গেলো মৌসুমে ইন্টার মায়ামির হয়ে বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি লিওনেল মেসি। এরপরও মায়ামির হয়ে প্রথম শিরোপা এনে বাজিমাত করেছিলেন এলএমটেন। এবার তো মৌসুমের শুরু থেকেই বিশ্বসেরা ফুটবলারকে পেতে যাচ্ছে মায়ামি।
বিরতি শেষে নতুন মৌসুমের জন্য আনুষ্ঠানিকভাবে অনুশীলনও শুরু করেছে মেসি, সুয়ারেজরা। এরই মধ্যে ক্লাবের সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছে মেসির পুরানো সতীর্থ লুইস সুয়ারেজকেও।
এই মৌসুমে ইন্টার মায়ামি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৯ জানুয়ারি । এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে এ ম্যাচেই আবারও দেখা যাবে মেসি,সুয়ারেজ জুটি। এছাড়া সবাইকে পরখ করে দেখতে জর্দি আলবা, সার্জিও বুসকেটসসহ পূর্ণ শক্তির দলই মাঠে নামাবে টাটা মার্তিনো।
এল সালভাদরের বিপক্ষে ম্যাচটা ছাড়া প্রাক মৌসুম আরও বেশ কিছু ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজদের মায়ামি খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং একাদশ, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে।
যদিও ইনজুরির কারণে আল হিলালে হয়ে খেলতে পারবেন না মেসির আরেক সাবেক সতীর্থ নেইমার। এই ম্যাচগুলোর মধ্য দিয়েই মূলত নতুন মৌসুমে সব শিরোপা জেতার লক্ষ্যে প্রস্তুত নেবে ইন্টার মায়ামি।
প্রস্তুতি ম্যাচ খেলতে আন্তর্জাতিক সফরের আগে মায়ামির অনুশীলন সেশন হবে ডিআরভি পিএনকে স্টেডিয়াম ও ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে। বার্সার হয়ে ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছুই জিতেছে মেসি-সুয়ারেজ জুটি। এবার তাদের সামনে চ্যালেঞ্জ মায়ামির হয়ে শিরোপা জেতা। আর এই পরীক্ষায় কতটুকু পারি দিতে পারে তারা সেটাই এখন দেখার।