ফুটবল
এখন মাঠে
0

ফিফা বাছাইয়ে বুধবার ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

এম সুজন আকন

বিশ্বকাপের পর প্রথবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

বুধবার (২২ নভেম্বর) মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মেসিদের বিপক্ষে খেলবে শেষ তিন ম্যাচ হারা সেলেসাওরা। ইতোমধ্যে শেষ হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। দলের দুই বড় তারকা নেইমার আর ভেনিসিয়ুস জুনিয়র ইনজুরিতে।

এছাড়া এ তালিকায় আরও যুক্ত হয়েছে কাসেমিরো, এডার মিলিতাও, এডারসন ময়েস এবং দানিলোও। বোঝাই যাচ্ছে পূর্ণ শক্তির দল পাচ্ছে না ফার্নার্দো দিনিজ।

অন্যদিকে শেষ তিন ম্যাচে জয় বঞ্চিত সেলেসাওদের মাঠের পারফরম্যান্স একেবারেই ছন্নছাড়া। বিশ্বকাপ বাছাইয়ে এবারই প্রথম টানা দুই ম্যাচ হেরেছে তারা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে এমনটা আর ঘটেনি কখনও।

অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও শেষ ম্যাচ নিজেদের মাঠে হেরেছে উরুগুয়ের বিপক্ষে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর এটাই প্রথম হার মেসিদের।

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার জন্য ৬৯ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম মারাকানার সব টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। এ মাঠেই ২০২১ সালে দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাঁচ ম্যাচে দুই জয়ে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে ব্রাজিল। আর সমান ম্যাচে ৪ জয় পেয়ে তালিকার শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর