ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধের ছাপ

এ বছরের ৭ অক্টোবর। ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণে পাল্টা হামলা চালানো শুরু করে ইসরাইল। এতে নানা দিকেই সংকটে পড়ে দেশটি।

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশটিতে ইসরাইলের আগ্রাসনের প্রভাব পড়েছে ফুটবলের মাঠেও। এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের মাটিতে না খেলে ফিলিস্তিনের ঠাঁই হয়েছে আরব আমিরাতের শারজায়।

র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা লেবাননের সঙ্গে ম্যাচটি গোল শূন্য ড্র হলেও মাঠের বাইরেই মন পড়েছিলো প্যালেস্টাইন ফুটবলারদের।

মৃত্যুপুরী হয়ে ওঠা গাজার বিভিষীকা কাটাতে দেশের ফুটবলারদের সঙ্গে মাঠে থাকছেন পরিবারের সদস্যরাও।

উল্লেখ্য, এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ রয়েছে যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনির। এছাড়া ২১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও প্যালেস্টাইনের খেলতে হবে কুয়েতের মাঠে।