গাজা উপত্যকার আবাসিক ভবন, স্কুল ও শরণার্থী শিবির ধ্বংসস্তূপের পরিণত করার পরও থামছে না ইসরাইলি আগ্রাসন। এবার তাদের নজর পড়েছে উপত্যকার হাসপাতালগুলোতে।
গাজার আল-ওয়াফা ও আহলি হাসপাতালে ইসরাইলের সামরিক বাহিনীর অতর্কিত গুলিতে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরাইলের দাবি, তারা হামাসের প্রতিরক্ষা ঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইলের ওপর হামলা চালানোর জন্য হাসপাতালের ভবনে বসেই হামাস পরিকল্পনা সাজাচ্ছিল বলেও অভিযোগ করা হয়।
গাজার উত্তরে আংশিকভাবে চালু থাকা কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে পরিচালক আবু সাফিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তাও কেউ জানে না। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাসেবা পড়েছে সংকটে। উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ৩ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আটক করা হলো আবু সাফিয়াকে।
যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে পাকিস্তানের ইসলামাবাদেও বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। হামাসকে বৈধ সামরিক শক্তি হিসেবে স্বীকৃতি দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান জামাত-ই-ইসলামীর এই নেতা।
জামাত-ই-ইসলামীর নেতা হাফিজ নাঈম উর রহমান বলেন, ‘হামাসকে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। তাদের মর্যাদা স্বীকার করে বৈধতা দিতে হবে। হামাস একটি গণতান্ত্রিক শক্তি। ফিলিস্তিনি ভূখণ্ডে হামাসের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাই সন্ত্রাসী। ফিলিস্তিনিদের সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।’
জিম্মিদের নির্যাতনের বিষয়ে ইসরাইলি সরকারের প্রকাশিত প্রতিবেদন নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনেরা। তাদের অভিযোগ, গাজায় জিম্মিদের ওপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে।
এক স্বজন বলেন, ‘জিম্মিদের ওপর নির্যাতন হচ্ছে, ইসরাইল সরকারের প্রকাশিত প্রতিবেদন দেখে অবাক হইনি। এটা আশ্চর্যের কিছু না, জিম্মিরা দীর্ঘসময় ধরে নির্যাতনের শিকার হচ্ছে।’
আরেকজন বলেন, ‘আমরা এখনো জিম্মিদের ফেরত পাইনি। পুরো পরিবার উদ্বিগ্ন। আমাদের আশা বিষয়টি জাতিসংঘ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রোস্টেটের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু সম্প্রতি বেশকিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। অপারেশন চলাকালীন দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে বড় ধরনের বোমা হামলা চালিয়েছে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরাইলের দাবি, দক্ষিণ লেবাননের একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলিরা।