আসিফ নজরুল বলেন, ‘আইসিসি আমাদের বোঝানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি। ভারত সরকার আমাদের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেনি।’
তিনি বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি, আমরা আশা করবো আইসিসি ভেন্যু নিরাপত্তার ইস্যু বিবেচনা করবে। আমরা এখনো অপেক্ষা করছি। শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে।’
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আশা করবো সিকিউরিটির বিষয়টি পুনরায় বিবেচনা করে আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার ব্যবস্থা করে দেবে।’
আরও পড়ুন:
বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় বেধে দিয়েছিল আইসিসি।
গতকাল (বুধবার, ২২ জানুয়ারি) বোর্ড সভায় ভোট শেষে আইসিসি জানায়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ না যেতে চাইলে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেয়া হতে পারে।
এরপরই জানা যায়, আজ বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসছেন ক্রীড়া উপদেষ্টা। এদিন বেলা বিকেল ৩টায় শুরু হয় বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
বৈঠক শেষে নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসিফ নজরুল জানান, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। আইসিসি আবারও সুবিবেচনা করবে বলে আশা করছে বাংলাদেশ।





