বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারালো রংপুর

জয় উদযাপন করছে রংপুর রাইডার্সের খেলোয়াররা
জয় উদযাপন করছে রংপুর রাইডার্সের খেলোয়াররা | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) লিটন দাসের নেতৃত্বে প্রথম ম্যাচেই জয় পেলো রংপুর রাইডার্স। পরস্পরের মুখোমুখি হওয়া ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়েছে রংপুর।

এ জয়ে প্লে অফ খেলা নিশ্চিত করেছে লিটন দাসের দল। বিপরীতে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকার।

টস হেরে ব্যাট করেতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২৬ রান তোলেন ডেভিড মালান ও তাওহীদ হৃদয়। ৪ ছয় আর ৮ চারে ৭৮ রান করেন ডেভিড মালান।

আরও পড়ুন:

ইনিংসের ১৪তম ওভারে মালানের বিদায়ের পর হাফসেঞ্চুরি তুলে নেন তাওহীদ হৃদয়ও। ৬২ রান করে হৃদয় বিদায় নেন দলীয় ১৫৯ রানের মাথায়। তবে লিটন-সোহানরা ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় ১৮১ রানেই থামে রংপুর।

রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। উসমান খান ৩১ রানের করলেও সাইফ-সাব্বির-মিথুন-শামীমরা সুবিধা করতে পারেননি। শেষ দিকে সাইফউদ্দিনের ৩০ বলে ৫৮ রানের ইনিংসেও হার এড়াতে পারেনি ঢাকা ক্যাপিটালস।

এফএস