পরিচালক পদশূন্য হওয়ার আইনি নিয়ম (BCB Director Dismissal Rules)
বিসিবির গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী, একজন পরিচালকের পদ তখনই শূন্য হতে পারে যখন তিনি,
- মৃত্যুবরণ: কোনো পরিচালকের মৃত্যু হলে পদটি স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে।
- স্বেচ্ছায় পদত্যাগ: সংশ্লিষ্ট পরিচালক নিজে থেকে পদত্যাগপত্র (Resignation) জমা দিলে।
- মানসিক ভারসাম্যহীনতা: আদালত কর্তৃক মানসিক ভারসাম্যহীন (Mentally Unsound) ঘোষিত হলে।
- শৃঙ্খলাজনিত শাস্তি: বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী কোনো গুরুতর অসদাচরণের জন্য বড় কোনো শাস্তি (Disciplinary Action) পেলে।
- সভা অনুপস্থিতি: যথাযথ কারণ ছাড়া বা অনুমতি ব্যতিরেকে বোর্ডের পরপর তিনটি সভায় (Three Consecutive Meetings) অনুপস্থিত থাকলে।
- শারীরিক অসুস্থতা বা বিদেশ গমন: দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অক্ষম হলে কিংবা স্থায়ীভাবে বিদেশে চলে গেলে।
- স্বার্থের সংঘাত: বিসিবি বাদে অন্য কোনো জাতীয় ক্রীড়া ফেডারেশনের কোনো পদে আসীন হলে।
অন্যথায় তাকে পদশূন্য করার এখতিয়ার বিসিবি’র নেই।
আরও পড়ুন:
বিসিবির সীমাবদ্ধতা (BCB's Jurisdiction)
বিসিবির গঠনতন্ত্র অত্যন্ত কঠোর। উপরোক্ত বিশেষ কারণগুলো ছাড়া কোনো পরিচালককে পদত্যাগে বাধ্য করার সরাসরি কোনো এখতিয়ার (Authority) বিসিবির হাতে নেই। ফলে কোনো পরিচালকের মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও তাকে পদচ্যুত করতে হলে বোর্ডকে অবশ্যই শৃঙ্খলা কমিটির (Disciplinary Committee) মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বিতর্কের সূত্রপাত (Origin of the Controversy)
সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তার আক্রমণাত্মক বক্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়ে। নাজমুল ইসলাম প্রশ্ন তুলেছিলেন, “ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে... আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি?” তার এমন মন্তব্যে ক্রিকেটারদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন (Mohammad Mithun)।
ক্রিকেটারদের আলটিমেটাম (Cricketers' Ultimatum)
কোয়াব স্পষ্ট জানিয়েছে, আজ বিপিএল (BPL 2026) ম্যাচ শুরু হওয়ার আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে দেশের কোনো পেশাদার ক্রিকেটার মাঠে নামবেন না। এই অচলাবস্থা নিরসনে বিসিবি এখন বড় চ্যালেঞ্জের মুখে। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন চলছে, বিসিবি কি কোনো শৃঙ্খলাজনিত ব্যবস্থা (Disciplinary Procedure) গ্রহণ করে তাকে পদচ্যুত করবে, নাকি তিনি নিজেই সরে দাঁড়াবেন?
আরও পড়ুন:





