আজ থেকে মিরপুরে শুরু বিপিএলের ঢাকা পর্ব, প্লে-অফের লড়াইয়ে কার ভাগ্য কোথায়?

বিপিএলের ঢাকা পর্ব
বিপিএলের ঢাকা পর্ব | ছবি: এখন টিভি
1

সিলেট পর্বের রান উৎসব শেষে আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল ঢাকা পর্ব (BPL Dhaka Phase)। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন জানিয়েছেন, মিরপুরের উইকেট এবার রানপ্রসবা করার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আজ দিনের প্রথম ম্যাচে দুপুর ১টায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা চট্টগ্রাম রয়্যালস (Chittagong Royals) লড়বে তলানিতে থাকা নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে। আর সন্ধ্যা ৬টায় শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors) মুখোমুখি হবে সিলেট টাইটানসের।

আরও পড়ুন:

বিপিএলের প্লে-অফে ওঠার জটিল সমীকরণ: কোন দলের কী হিসাব (Play-off Equation)

বিপিএলের দ্বাদশ আসরের গ্রুপ পর্ব এখন অন্তিম লগ্নে। ইতোমধ্যেই তিনটি দল প্লে-অফ নিশ্চিত করলেও সেরা দুইয়ে থাকার লড়াই এখনও উন্মুক্ত।

রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors): প্লে-অফ নিশ্চিত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এই দলটি শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই সরাসরি প্রথম কোয়ালিফায়ার (First Qualifier) খেলবে।

চট্টগ্রাম রয়্যালস (Chittagong Royals): প্লে-অফ নিশ্চিত। তাদের হাতে রয়েছে ৩টি ম্যাচ, যার একটিতে জয় পেলেই প্রথম কোয়ালিফায়ারে যাওয়ার রাস্তা সহজ হবে।

সিলেট টাইটানস (Sylhet Titans): প্লে-অফ নিশ্চিত। তবে তাদের হাতে আছে মাত্র একটি ম্যাচ। এই ম্যাচে হারলে তাদের এলিমিনেটর (Eliminator) ম্যাচে লড়তে হতে পারে।

রংপুর রাইডার্স (Rangpur Riders): প্লে-অফ নিশ্চিত করতে শেষ দুই ম্যাচের একটিতে জয়ই যথেষ্ট। তবে দুটিতেই হারলে রান-রেটের মারপ্যাঁচে পড়তে হবে।

ঢাকা ও নোয়াখালী (Dhaka & Noakhali): এই দুই দলের ভাগ্য ঝুলে আছে সুতোর ওপর। শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাদের প্রার্থনা করতে হবে যেন রংপুর তাদের বাকি ম্যাচগুলোতে হেরে যায়।

আরও পড়ুন:

ব্যাটিং লড়াইয়ে নাজমুল (Batting Leaderboard)

সিলেটের ব্যাটিং উইকেটে বড় স্কোর খুব বেশি না হলেও রাজশাহীর নাজমুল হোসেন ৮ ম্যাচে ২৯২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক (Highest Run Scorer) হিসেবে তালিকার শীর্ষে আছেন। মিরপুরের উইকেটে আজ ব্যাটসম্যানদের পরীক্ষা নেওয়ার অপেক্ষায় বোলাররা।

চতুর্থ দলের সমীকরণ: রংপুর, ঢাকা না নোয়াখালী? (The Race for 4th Spot)

প্লে-অফের অবশিষ্ট একটি জায়গার জন্য লড়ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।

রংপুর রাইডার্স (Rongpur Riders): ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রংপুরের জন্য সমীকরণ সহজ। শেষ ২ ম্যাচের ১টি জিতলেই তারা এলিমিনেটরে (Eliminator Match) চলে যাবে।

ঢাকা ও নোয়াখালী (Dhaka and Noakhali): ৪ পয়েন্ট নিয়ে টিকে থাকা এই দুই দলের জন্য সমীকরণ অনেক কঠিন। তাদের শুধু নিজেদের শেষ ২ ম্যাচ জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে যেন রংপুর আর কোনো ম্যাচ না জেতে।

বিপিএলের এই দ্বাদশ আসরের (BPL 12th Edition) রোমাঞ্চ এখন মাঠের বাইরের নাটকীয়তা আর মাঠের ভেতরের পয়েন্ট টেবিলের হিসাব-নিকাশের ওপর ঝুলে আছে।

আরও পড়ুন:


এসআর