টস হেরে শুরু থেকে আগ্রাসী মেজাজে খেলতে থাকে চট্টগ্রাম রয়্যালসের নাইম শেখ এবং এডাম রজিংটন।
তবে দলীয় ৩৫ রানে ইমকে আউট করে এ জুটি ভেঙ্গে দেন মইন আলী। পরে ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান জয়য়ে নিয়ে আরও একটি কার্যকরী জুটি গড়নে ইংলিশ ব্যাটার এডাম।
আরও পড়ুন:
রুয়েল মিয়ার বলে ব্যক্তিগত ৪৪ রানে জয় আউট হলে দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬০ রান। রুয়েলের আঘাতে একে একে মাঠ ছাড়েন এডাম, হাসান। শেষে মেহেদী ৩৩ রান করলে চট্টগ্রামের সংগ্রহ দাড়ায় পাঁচ উইকেটে ১৯৮ রান।
জবাবে ব্যাটিংয়ে নেমে একশোর ঘরে পৌঁছানোর আগে পাঁচ উইকেট হারায় সিলেট। আফিফ হোসেনের ৪৬ রান ছাড়া দলের তিন ব্যাটার দুইয়ের ঘর স্পর্শ করলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না তা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে সিলেটের ক্রিকেটাররা।





