একনজরে বিপিএল ২০২৬ (At a Glance)
বিষয় তথ্য (Information) অংশগ্রহণকারী দল ৬টি মোট ম্যাচ সংখ্যা ৩৪টি প্রতিটি দলের গ্রুপ ম্যাচ ১০টি জয়ের পয়েন্ট ২ পয়েন্ট ড্র/পরিত্যক্ত পয়েন্ট ১ পয়েন্ট
আরও পড়ুন:
১. রংপুর রাইডার্স (Rangpur Riders)
পয়েন্ট টেবিলের শীর্ষে (Top of the Points Table) থাকা রংপুর রাইডার্স এখন পর্যন্ত ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট পেয়েছে। তাদের নেট রান রেট (Net Run Rate) বেশ ভালো। পরবর্তী ৩টি ম্যাচের মধ্যে ১টিতে জয় পেলেই তাদের প্লে-অফ নিশ্চিত হবে। তবে শীর্ষ দুইয়ে থাকতে হলে ২টি জয় প্রয়োজন।
২. চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals)
মাহেদী হাসানের নেতৃত্বে চট্টগ্রাম ৫ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। বর্তমানে তারা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চট্টগ্রামের হাতে থাকা পরবর্তী ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নেট রান রেট (+১.১১৬) তাদের বড় সুবিধা দিচ্ছে। আরও ৩টি জয় তাদের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করবে।
আরও পড়ুন:
৩. সিলেট টাইটান্স (Sylhet Titans)
সিলেট এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ৩টি জয় ও ৩টি হার নিয়ে ৬ পয়েন্ট পেয়েছে। তারা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেটের জন্য সামনের প্রতিটি ম্যাচ 'ডু অর ডাই' (Do or Die)। বাকি ৪টি ম্যাচের অন্তত ৩টিতে জিতলে তারা নিরাপদে প্লে-অফে পৌঁছাতে পারবে।
৪. রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)
নাজমুল হোসেন শান্তর রাজশাহী ৪ ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। হাতে থাকা বাকি ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেলেই তারা প্লে-অফে খেলার টিকিট পাবে। তাদের ফর্ম অনুযায়ী তারা অন্যতম ফেভারিট (Tournament Favorite)।
আরও পড়ুন:
৫. ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals)
শাকিব খানের ঢাকা ক্যাপিটালস ৪ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে ২ পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে (Bottom of the Table) ধুঁকছে। ঢাকাকে প্লে-অফে যেতে হলে অলৌকিক কিছু করতে হবে। বাকি ৬টি ম্যাচের অন্তত ৫টিতে জিততে হবে এবং অন্য দলগুলোর হার-জিতের ওপর নির্ভর করতে হবে।
৬. নোয়াখালী এক্সপ্রেস (Noakhali Express)
নবাগত নোয়াখালী এক্সপ্রেস ৪ ম্যাচের সবকটিতে হেরে এখনো কোনো পয়েন্ট (Points) পায়নি। কাগজে-কলমে এখনো সুযোগ থাকলেও বাস্তবে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাকি সব ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।
আরও পড়ুন:





