অ্যাশেজ: তৃতীয় টেস্টেও হারের শঙ্কায় ইংল্যান্ড, দরকার ২২৮ রান

ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের একটি মুহূর্ত
ম্যাচে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের একটি মুহূর্ত | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

হারের শঙ্কা নিয়ে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। অ্যাডিলেইডে শেষ দিন জয়ের জন্য সফরকারীদের করতে হবে ২২৮ রান। অন্যদিকে, স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রয়োজন ৪ উইকেট।

৪ উইকেটে ২৭১ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। এদিন মাত্র ৭৮ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারায় অজিরা। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৩৫ রান। ১২৩ বছর আগে অ্যাডিলেইডে শেষবার তিন শতাধিক রান তাড়া করে জিতেছিল কোনো দল।

আরও পড়ুন:

কঠিন এ রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বেন স্টোকসের দল। একপ্রান্ত আগলে রেখে সর্বোচ্চ ৮৫ রান করেন জ্যাক ক্রলি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান আসে জো রুটের ব্যাট থেকে।

জেমি স্মিথ ও উইল জ্যাকস পঞ্চম দিন রান তাড়া করতে নামবেন। চলতি অ্যাশেজ সিরিজে এবারই প্রথম কোনো টেস্ট ম্যাচ পঞ্চম দিনে গড়াল। এর আগে, পার্থে দুইদিন এবং ব্রিসবেনে চারদিনেই জয় নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া।

এসএইচ