অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় এলিসা পেরি উইমেন্স বিগ ব্যাশ লিগে উপহার দিলেন রোমাঞ্চকর এক ইনিংসের। ব্যাট হাতে দাপট দেখানোর পাশাপাশি পেয়েছেন ভাগ্যের সহায়তাও! শেষ পর্যন্ত সমস্ত নাটকীয়তার মাঝেই তুলে নেন ক্যারিয়ারের সেরা টুর্নামেন্ট সেঞ্চুরি।
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন পেরি। প্রতিপক্ষ বোলারদের ওপর চেপে বসে দ্রুত রান তোলেন এবং মাঝপথেও ইনিংসে রানের চাকা রাখেন সচল। ৯১ রানে ব্যাট করার সময় স্টাম্পে বল লেগে বেইল নড়লেও পড়ে যায়নি, ফলে ‘হিট-উইকেট’ থেকে রক্ষা পান তিনি। ঘটনার আকস্মিকতায় অবাক হন সবাই।
আরও পড়ুন:
এর ঠিক পরেই ঘটে ম্যাচের আরেকটি আলোচিত মুহূর্ত। লং-অনে উড়ে যাওয়া একটি বল ধরতে ফিল্ডার প্রায় আকাশে ঝাঁপিয়ে সুপারগার্লের মতো চেষ্টা করেন। বল মুহূর্তের জন্য হাতে এলেও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় ফিল্ডার আবার ও জীবন পান পেরি !
দুইবার বেঁচে যাওয়ার মুহূর্তই ইনিংসটিকে আরও নাটকীয় করে তোলে। ১৫৬ স্ট্রাইক রেটে ১৬টি ৪ ও তিন ছক্কায় শেষ পর্যন্ত ৭১ বলে করেন ১১১ রানের দুর্দান্ত এক সেঞ্চুরি, যা তার ডব্লিউবিবিএল ক্যারিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ম্যাচ শেষে সমর্থকরা সামাজিক মাধ্যমে পেরির সেঞ্চুরিকে ঘিরে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেঞ্চুরির প্রশংসায় ভাসান এ অভিজ্ঞ ক্রিকেটারকে। আগামী ১১ ডিসেম্বর প্লে-অফ খেলতে নামবে পেরির দল।





