বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের করা তদন্তের পর গত বিপিএলে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের জন্য চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করে বিপিএল গভর্নিং কাউন্সিল।
এর পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়ার পর এবার মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা। অভিযুক্ত ৯ ক্রিকেটারকে নিলাম থেকে বাদ দেয়ায় বিসিবিকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক সদস্য ও সাবেক বিসিবি পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘এটা একেবারে ইলজিক্যাল ব্যাপার। বিপিএল বিসিবির একটা ইন্ট্রিগ্রিটি বিভাগ আছে সেটার চেয়ারম্যান বলে দিল যে লিগ খেলতে পারবে না। কি কারণে খেলতে পারবে না সেটা জানা জরুরি। এটা যদি না করতে পারে তাহলে আমার মনে হয় ইনজাস্টিস করা হচ্ছে।’
আরও পড়ুন:
ক্রিকেটারদের বিপক্ষে আনীত অভিযোগের যথাযথ প্রমাণ প্রকাশ্যে আনার তাগিদ দিলেন সাবেক পরিচালক ফাহিম সিনহা। শুধু ক্রিকেটার নয়, বর্তমান বোর্ডের অভিযুক্ত বোর্ড কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার দাবি জানান ফাহিম সিনহা।
ফাহিম সিনহা বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া, সঠিক বিচার ও জনগণের কাছে পৌঁছানো উচিত তাদেরকে কি কারণে বাদ দিলাম। অভিযুক্তদেরর যদি শাস্তি দিতে হয় তাহলে বোর্ডের অভিযুক্ত বোর্ড কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।’
এদিকে বিসিবির বর্তমান কমিটিকে অবৈধ ঘোষণা করে তাদের অধীনে কোনো ধরনের ঘরোয়া আসরে অংশ না নেয়ার সিদ্ধান্তে এখনও অনড় ৪৫টি ক্লাব।
আবাহনী ক্লাব সংগঠক শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘আমরা খেলোয়াড় তৈরি করি। সেই খেলোয়াড়কে নিয়ে যায়। জাতিকে তৈরি করি। এই খেলোয়াড় থেকে ক্রিকেট বোর্ডের সংগঠক তৈরি হয়।’
ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন ঘিরে দ্বন্দ্বে থমকে আছে ঢাকার ক্লাব ক্রিকেট। মাঠে খেলা ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। বোর্ড ও ক্লাব কর্তাদের এই দ্বন্দ্বের শেষ কোথায় তার উত্তর অজানা।





