দুই ম্যাচ শেষে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা।
দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোঁচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল।
জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা। কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সেক্ষেত্রে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না পেস বোলিং কোচ শন টেইট।
শন টেইট বলেন, ‘প্রতিপক্ষ কে এটা দেখলে হবে না। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, হোক আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ। ভালো খেলতেই হবে।’
আরও পড়ুন:
ফেভারিটের তকমা নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সে বাংলাদেশকে চমকে দেয় আয়ারল্যান্ড। আইরিশদের থেকে এমন চ্যালেঞ্জ পেয়ে খুশি কোচ। দ্বিতীয় টি-টোয়েন্টির আত্মবিশ্বাস এখন বড় শক্তি।
পেস বোলিং কোচ বলেন, ‘গত ম্যাচ থেকে পাওয়া আত্ববিশ্বাস কাজে লাগাতে হবে। আশা করি এ ম্যাচেও জিতবো। একটা বিরতীও পেয়েছে ছেলেরা। আয়ারল্যান্ড ভালো খেলেছে, তাদের ভালো খেলোয়াড় আছে।’
সিরিজের শেষ ম্যাচের জন্য দলে ফিরেছেন ব্যাটার শামীম পাটোয়ারি। প্রথম দুই ম্যাচের দলে ছিলেন না তিনি। এখন পর্যন্ত দশবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এর মধ্যে টাইগারদের জয় ৬ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
তৃতীয় ও শেষ ম্যাচ জিততে পারলে বাংলাদেশের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ নেবে আয়ারল্যান্ড। তবে ২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। বিশ্বকাপের আগে জয় দিয়েই নিজেদের মিশন শেষ করতে চায় লিটন বাহিনী।





