আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

ব্যাট হাতে পারভেজ ইমন
ব্যাট হাতে পারভেজ ইমন | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আইরিশরা। ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে আয়ারল্যান্ড। ৪.১ ওভারেই দলকে ৫০ রান এনে দেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। টি-টায়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৫০ রান স্পর্শ করল আইরিশরা।

পঞ্চম ওভারের চতুর্থ বলে স্টার্লিংকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার তানজিম হাসান সাকিব। ৩ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৯ রান করেন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং।

স্টার্লিং ফেরার পরও পাওয়ার প্লেতে ৭৫ রান তুলে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে এবারই সর্বোচ্চ রান তুলল আইরিশরা।

নবম ওভারে তৃতীয়বারের মত আক্রমণে এসে জোড়া উইকেট শিকার করেন স্পিনার মাহেদি হাসান। ঐ ওভারে দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে শিকার করেন তিনি। ৪ চার ও ২ ছক্কায় টিম ২৫ বলে ৩৮ এবং আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান হ্যারি এবার থামেন ১১ রানে।

আরও পড়ুন:

নিজের চতুর্থ ও শেষ ওভারেও উইকেটের দেখা পান মাহেদি। স্টাম্পিং করে সাজঘরে ফেরান ব্যাটার বেন ক্যালিটজকে। ৯ বলে ৭ রান করেন তিনি।

১১তম ওভারে ১০৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ক্যালিটজ ফেরার পর আয়ারল্যান্ডকে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন উইকেটরক্ষক লরকান টাকার ও জিওর্জি ডকরেল। পঞ্চম উইকেটে ৪৪ বলে ৫৬ রান যোগ করেন তারা। ২১ বলে ১৮ রান করা ডকরেলকে থামিয়ে জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার মোহাম্মদ সাইফ উদ্দিন।

এরপর ইনিংসের শেষ ১০ বল থেকে ১১ রান তুলে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের সংগ্রহ এনে দেন টাকার ও গ্যারেথ ডেলানি। ৪টি বাউন্ডারিতে ৩২ বলে ৪১ রান করে ইনিংসের শেষ ডেলিভারিতে রান আউট হন টাকার। ১টি ছক্কায় ৮ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন ডেলানি।

৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে বাংলাদেশের সেরা বোলার মাহেদি। এছাড়া তানজিম ও সাইফ উদ্দিন ১টি করে উইকেট নেন।

উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে জিতেছিল সফরকারীরা।

এসএইচ