বিপিএল: সরাসরি চুক্তিতে রাজশাহীর ডেরায় শাহিবজাদা-নাওয়াজ

রাজশাহী ওয়ারিয়র্সের লোগো
রাজশাহী ওয়ারিয়র্সের লোগো | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন ১২তম আসর ঘিরে দলগুলো ব্যস্ত ক্রিকেটারদের দলে ভেড়াতে। সেই দৌড়ে পিছিয়ে নেই নতুন ফ্রাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সও। দলটি এবার সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে পাকিস্তানি ব্যাটার শাহিবজাদা ফারহান ও অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে।

অকশনের আগে সরাসরি চুক্তিতে ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের সাথে চুক্তি সম্পন্ন করছে ও সেসব খবর প্রকাশ করছে। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে রাজশাহী। এরপর তারা দলে টেনেছে টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে।

আরও পড়ুন:

এর আগে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, এখন পর্যন্ত দেশটির চারজন ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ের অংশ হিসেবে বিপিএলে নাম লিখিয়েছেন। যাদের মধ্যে লেগ স্পিনার আবরার আহমেদ যুক্ত হয়েছেন নতুন নামে আসা চট্টগ্রাম রয়্যালসে। এদিকে সিলেট টাইটান্স নিশ্চিত করেছে সাবেক পেসার মোহাম্মদ আমিরকে।

একই দলে দেখা যাবে ওপেনার সাইম আইয়ুবকে। আর ঢাকা ক্যাপিটালসে যোগ দেবেন টপ অর্ডার ব্যাটার উসমান খান, যিনি গেলো আসরে খেলেছিলেন চিটাগাং কিংসের হয়ে।

এসএইচ