বিদেশি লিগে ডাক পেয়ে উচ্ছ্বসিত সাইফ হাসান, জানালেন প্রত্যাবর্তনের গল্প

বাংলাদেশ দলের ক্রিকেটার সাইফ হাসান
বাংলাদেশ দলের ক্রিকেটার সাইফ হাসান | ছবি: এখন টিভি
0

২০২১ সালে জাতীয় দলে অভিষেক তবে পরের বছরই ছিটকে পড়া। তিন বছর চমকে দেয়া প্রত্যাবর্তন। ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও। প্রথমবারের মতো টি-টেন লিগ খেলতে যাওয়ার আগে গণমাধ্যমে নিজের ফেরার গল্প বলেছেন সাইফ হাসান। কথা বলেছেন মুশফিকুর রহিমের শততম টেস্ট আর বিপিএল পরিকল্পনা নিয়েও।

প্রায় তিন বছর পর জাতীয় দলে সাইফ হাসানের প্রত্যাবর্তন। রাজসিক না বললেও সাইফের ব্যাট চমক জাগিয়েছে নিঃসন্দেহে। লাল বলের তকমা ছেঁটে ফেলে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের অন্যতম ভরসা। প্রশংসা কুড়িয়েছেন সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটারদের।

অথচ বছরখানেক আগেও মনে করা হচ্ছিলো ঘরোয়া ক্রিকেট খেলেই শেষ হবে সাইফের ক্যারিয়ার। তবে লাইম লাইটের বাইরের থাকার সময়টায় প্রতিনিয়ত সাইফ উন্নতি করেছেন একটু একটু করে। নিজেই নিজের কোচ বনে গিয়েছেন। কৃতিত্ব দিয়েছেন ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটকেও।

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটার সাইফ হাসান বলেন, ‘যেখানেই সুযোগ পাই সেখানেই ডেভেলপ করার চেষ্টা করি। আসলে নিজের কোচ নিজে হওয়া খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি গ্লোবাল টুর্নামেন্ট দুটি খেলেছি। নিজেকে ডেভেলপ করতে পেরেছি।’

টি-টেন লিগ খেলতে দুবাই যাবেন সাইফ। আসরটিতে খেলতে যাচ্ছেন তাসকিন আহমেদও। আর বিগ ব্যাশে রিশাদ হোসেন। অতীতে ছাড়পত্র নিয়ে বিসিবি নানা টালবাহানা করলেও সম্প্রতি ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে বিসিবির উদার মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

সাইফ হাসান আরও বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ। আয়ারল্যান্ড টুর্নামেন্ট ফুল খেলতে পারব না, হাফ খেলতে পারব। ফ্র‍্যাঞ্চাইজি টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আপনারা দেখবেন আফগানিস্তান টিমের সব প্লেয়াররা তারা নিয়মিত ফ্র‍্যাঞ্চাইজিতে খেলেন।’

কদিন পরই মিরপুরে শততম টেস্ট খেলতে নামবেন মুশফিকুর রহিম। ওয়ার্ক এথিক্স, ডেডিকেশনে জিরো টলারেন্সের উইকেটকিপার এ ব্যাটারকে শুধু নিজের জন্য নয় দেশের সব ক্রিকেটারের জন্যই অনুপ্রেরণা মানেন সাইফ।

সাইফ হাসান বলেন, ‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। বেস্ট উইশ থাকবে মুশফিক ভাইয়ের জন্য। তার ওয়ার্ক এথিক্সসহ সবকিছুই অনেক ভালো। ভালোভাবে শেষ করবে মুশফিক ভাই।’

আয়ারল্যান্ড সিরিজের জন্য টি-টেন লিগের মাঝপথেই দেশে ফিরবেন সাইফ। এর পরপরই বিপিএলের পরবর্তী আসর। এরইমধ্যে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন। অপেক্ষায় আছেন মাঠ মাতানোর।

এফএস