আগে ব্যাট করতে নেমে এদিন শুরুর দিকে ধুকতে হয়েছিল নিউজিল্যান্ডকে। ওপেনার ডেভন কনওয়ে ছাড়া টপ অর্ডারে কেউই পাননি বড় রানের দেখা। যদিও মিডল অর্ডারে ড্যারিল মিচেলের ১১৯ রানের দারুণ এক ইনিংসে শক্ত ভিত পায় তারা। অবশ্য শেষদিকে ব্রেসওয়েল ৩৫ এবং জ্যাক ফোক্স ২২ রান করে দলীয় সংগ্রহ নিয়ে যান ২৬৯ রান পর্যন্ত।
আরও পড়ুন:
জবাবে ব্যাট করতে নেমে উইন্ডিজের ব্যাটারদের নিয়মিত বিরতিতে সাজঘরে ফের পাঠিয়েছেন কিউই বোলাররা। রান পেলেও কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৫৫ রান করেন শেরফেইন রাদারফোর্ড। নির্ধারিত ৫০ ওভারে ২৬২ রান করে থামতে হয় তাদের। ম্যাচ নিউজিল্যান্ড জেতে ৭ রানে।





