ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শুভমান গিল

ভারতের অধিনায়ক শুভমান গিল
ভারতের অধিনায়ক শুভমান গিল | ছবি: সংগৃহীত
0

কলকাতা টেস্টের মাঝেই হাসপাতালে ভর্তি হলেন ভারতের অধিনায়ক শুভমান গিল। এই টেস্টে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে ব্যাট করেননি তিনি।

দ্বিতীয় দিনের খেলার শুরুতেই ঘাড়ে ব্যথা অনুভব করেছিলেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সিমোন হারমারের বলে সুইপ শট খেলার পরেই ঘাড়ে অস্বস্তি অনুভব করেন ভারত অধিনায়ক। এরপর দিনের খেলা শেষ হলে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আরও পড়ুন:

তৃতীয় দিন ভারত যখন ১২৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে, তখনও হাসপাতালেই ছিলেন শুভমান গিল। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের জন্য ডাক্তারদের পর্যবেক্ষণেই থাকবেন শুভমান গিল। আর তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋশাভ পান্থ।

এফএস