সব বিতর্কের মাঝেও কোচের প্রতি আস্থা রাখছেন শামিত শোম

শামিত শোম
শামিত শোম | ছবি: এখন টিভি
0

২২ বছর ধরে জয় অধরা। তবুও ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের ফুটবলে আলাদা উন্মাদনা। জাতীয় দলে সদ্য যোগ দেয়া শামিত শোম প্রথমবার মাঠে নামবেন দেশের ফুটবলের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে। বড় ম্যাচের জয়ের প্রত্যাশায় থাকা শামিত সব বিতর্কের মাঝেও আস্থা রাখছেন কোচ ক্যাবরেরার প্রতি।

সামনে থাকা মাইক্রোফোন দেখে শামিতের চোখেমুখে ছিল বিস্ময়। একবার চাইলেন গুণে দেখতে। বাংলাদেশের ফুটবলকে কেন্দ্র করে সাম্প্রতিক উন্মাদনা আর উচ্চাশার পেছনে শামিতের নিজের অবদানও কম না। প্রায় দুই যুগ ধরে অজেয় থাকা ভারতের বিপক্ষে ম্যাচেও তাকে নিয়ে আছে বাড়তি প্রত্যাশা। শোমিত নিজেও জানেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের বড় দল ভারতের বিপক্ষে খেলাটা বাংলাদেশ ফুটবলের জন্য বেশ চাপের।

জাতীয় দলের পারফরম্যান্সে হামজা-শোমিতের সংযুক্তি খেলায় এনেছে বাড়তি ধার। দেশের টানে উড়াল দিয়ে আসা এসব ফুটবলারের পারফরম্যান্স এখন পর্যন্ত মন ভরিয়েছে স্বাগতিকদের। যদিও তাদের সঙ্গে দেশি ফুটবলাররা কতটা তাল মেলাতে পারছেন সেটাও এক প্রশ্ন। শোমিত অবশ্য পারফরম্যান্সের মানদণ্ডে দলে বিভেদের রেখা টানলেন না। দল বাংলাদেশই তার কাছে মুখ্য।

আরও পড়ুন:

বাংলাদেশ দলের ফুটবলার শামিত শোম বলেন, ‘আমাদের টিমে দেশি বিদেশি কোনো বিষয় না। আমাদের সবার একসঙ্গে থকতে হবে যাতে ম্যাচটা জিততে পারি। ম্যাচের অভিজ্ঞতা থেকে শিখতে হবে। আমরা কখনো এভাবে চিন্তা করি নি যে বিদেশি খেলোয়াড় বা দেশি খেলোয়াড়। এভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। আমাদের সব একসঙ্গে থাকতে হবে।’

জাতীয় দলের হয়ে খেলেছেন চার ম্যাচ। তাতেই শোমিতের প্রভাব লক্ষ্য করার মতো। বদলি নেমে বারবার বদলেছেন ম্যাচের গতি। তবে দেশের জার্সিতে এখনো জয় পাওয়া হয়নি। ভক্তদের মতো এই মিডফিল্ডারেরও আক্ষেপ সেখানেই।

শামিত শোম বলেন, ‘আমি যে আসছি আমি তো জিততে পারিনি এখনো। আমরা সবাই চাচ্ছি এ ম্যাচটা জিততে এবং এ ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে। যাতে ভবিষ্যতে আরও ম্যাচ জিততে পারি।’

দল বাংলাদেশের সাফল্য না পাওয়ার পেছনে ভক্ত এবং সাবেকদের কাছে খলনায়ক অনেকাংশেই কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। স্প্যানিশ এই কোচ নিয়ে প্রশ্ন শুনতে হলো এই মিডফিল্ডারকেও। তবে, গুরু ক্যাবরেরাকে পাশ মার্কই দিচ্ছেন কানাডিয়ান লিগে রানার্সআপ মেডেল পাওয়া শোমিত।

শামিত শোম বলেন, ‘যে ট্যাক্টিক আমরা গোল করি এটা আসলে আমরা প্র্যাক্টিস করি যে কীভাবে গোল দিতে হবে। কোচের উদ্দেশ্য ভালো আছে। আমরা তো কোচকে বিশ্বাস করি। তার প্ল্যান এক্সিকিউট করলে আমরা জিততে পারি।’

বাংলাদেশ দলে যোগ দিয়েই শুনেছিলেন ভারত ম্যাচ নিয়ে উন্মাদনার কথা। ব্লু টাইগারদের ভালো দল হিসেবে স্বীকার করলেও শোমিত জানেন, ভারতকে হারানো সম্ভব। ১৮ তারিখ সব চাপ সামলে সেই অধরা জয় এনে দেবে বাংলাদেশ দল- সমর্থকদের মতো একই চাওয়া এই তারকারও।

ইএ