বিসিবির অসদাচরণের অভিযোগে সংবাদ সম্মেলন বয়কট গণমাধ্যমকর্মীদের

বিসিবি পরিচালকদের সভা অনুষ্ঠিত
বিসিবি পরিচালকদের সভা অনুষ্ঠিত | ছবি: এখন টিভি
0

বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল নিয়ে বেফাঁস মন্তব্য। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের স্পর্শকাতর অভিযোগ। এসবের পর এবার বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে অসদাচরণের জেরে সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা। সাম্প্রতিক সময়ে এমন নানা ইস্যুতে জর্জরিত বিসিবি।

সাংবাদিকরা অন্যতম বড় স্টেক হোল্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রায়শই এমন আদিখ্যেতা। অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল। বিসিবির আলোচনা সভা মানেই যেন দীর্ঘ ম্যারাথন! এ রেওয়াজ অবশ্য বেশ পুরনো। দুদিন ব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সেও যেন সেই একই চিত্র।

‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’ শীর্ষক আলোচনা সভায় বিসিবি গণমাধ্যমকে আমন্ত্রণ জানালেও নির্ধারিত সময় পেরিয়ে ঘণ্টা পার হলেও খোলা হয়নি গেট। এমনকি উক্ত সময়ে সাংবাদিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বিসিবির কোনো কর্মকর্তা।

আরও পড়ুন:

অবশেষে ক্রিকেট কনফারেন্সের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা কথা বলতে আসেন। তবে ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা ব্রিফিংয়ে অংশগ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর গণমাধ্যমকে বোঝাতে এগিয়ে আসে ক্রিকেট বোর্ডের পরিচালকরা। তবে বেশ কিছুক্ষণ যুক্তিতর্কের পরও সংবাদকর্মীদের বোঝাতে সক্ষম হয়নি পরিচালকরা।

এর আগে কনফারেন্সের প্রথম দিনে বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে ফুঁসছে ফুটবল অঙ্গন। তারই জেরে আজ (সোমবার, ১০ নভেম্বর) সন্ধ্যায় বাফুফে সভাপতি জবাবদিহিতা চেয়ে বিসিবি সভাপতি বরাবর চিঠিও পাঠিয়েছেন।

এদিকে নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম সাবেক বিসিবি কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে আগে থেকেই কোণঠাসা অবস্থায় বিসিবি। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও জাহানারা আলমের পর অন্যান্য সাবেক নারী ক্রিকেটাররাও মুখ খুলতে শুরু করায় মাথায় অভিযোগের পাহাড় নিয়ে নড়বড়ে অবস্থা বিসিবি কর্মকর্তাদের। দ্রুত এসব নানাবিধ সমস্যার সমাধানে আসতে না পারলে বিসিবি ভবিষ্যৎ কর্মকাণ্ড আর বড় প্রশ্নের সম্মুখীন হতে পারে।

এসএস