তিনবারের আঘাতে মাঠ ছাড়লেন ভারতের ঋশাভ পান্থ

ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্থ
ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্থ | ছবি: সংগৃহীত
0

মাত্র ২০ মিনিটের ব্যবধানে তিনবার বলের আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋশাভ পান্থ। যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ম টেস্টে শঙ্কায় এ উইকেটরক্ষক ব্যাটার।

প্রোটিয়া 'এ' দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন পান্থ। যদিও সেই ফেরাটা ভালো হয়নি তার। দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্টে শুরুতে ব্যাট করতে নেমে শেপো মোরেকির বল তার মাথায় আঘাত করে।

এরপর কনকাশন পরীক্ষা শেষে আবার ব্যাট হাতে নিলেও খানিক পরই আঘাত পান কনুইয়ে। মোরেকির বল সরাসরি আঘাত করে তাকে। কয়েক বলের ব্যবধানে ফের আঘাত পান পান্থ। এ দফায় মোরেকির বল পেটের নিচের অংশে আঘাত করে।

পরপর তিন আঘাতের কারণে পান্থ আর নিজের ইনিংস লম্বা করতে পারেননি। ফিজিওর সাহায্য নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এএইচ