সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েলেন আইয়ার

ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ার
ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ার | ছবি: সংগৃহীত
0

অবশেষে সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। আজ (শনিবার, ১ নভেম্বর) সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, আইয়ারের অবস্থা এখন স্থিতিশীল ও তিনি ধীরে ধীরে সেরে উঠছেন।

এর আগে ২৫ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে চলাকালে চোট পান আইয়ার। প্লীহা ছিঁড়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে তাকে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

ভারত ওই ম্যাচটিতে ৯ উইকেটের বড় জয় পায়। তবে আগেই দুই ম্যাচ হেরে ২-১ এ ওয়ানডে সিরিজ হারায় তারা। টি-টোয়েন্টি সিরিজেও এরইমাঝে ১-০ তে পিছিয়ে ভারতীয় দল।

এফএস