এই ম্যাচে জয় পেলে ৭ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখবে তারা। একই সময়ে নটিংহামের মাঠে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। টানা জয়ে এই মুহূর্তে ভালো ছন্দে আছে ইউনাইটেড।
আরও পড়ুন:
দুঃসময়ে থাকা নটিংহামের বিপক্ষে পুরো ৩ পয়েন্টের প্রত্যাশা থাকবে ম্যানইউয়ের। রাত সাড়ে ১১টায় লন্ডনের দুই বড় দল চেলসি এবং টটেনহাম একে অন্যের মুখোমুখি হবে। আর রাত ২টায় ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে লিভারপুল।





