লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি-টটেনহাম; মাঠে নামবে আর্সেনাল-ম্যানইউ

ইপিএলের লোগো
ইপিএলের লোগো | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে আজ (শনিবার, ১ নভেম্বর) রাতে মাঠে নামছে হেভিওয়েট ক্লাবগুলো। লন্ডন ডার্বিতে মুখোমুখি হচ্ছে চেলসি এবং টটেনহাম। রাত ৯টায় বার্নলির মাঠ ‘টার্ফ মুরে’ খেলতে নামবে প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনাল। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আপাতত বাকিদের চেয়ে এগিয়েই আছে গানার্সরা।

এই ম্যাচে জয় পেলে ৭ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখবে তারা। একই সময়ে নটিংহামের মাঠে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ। টানা জয়ে এই মুহূর্তে ভালো ছন্দে আছে ইউনাইটেড। 

আরও পড়ুন:

দুঃসময়ে থাকা নটিংহামের বিপক্ষে পুরো ৩ পয়েন্টের প্রত্যাশা থাকবে ম্যানইউয়ের। রাত সাড়ে ১১টায় লন্ডনের দুই বড় দল চেলসি এবং টটেনহাম একে অন্যের মুখোমুখি হবে। আর রাত ২টায় ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে লিভারপুল।

এসএইচ