কেকেআরের নতুন প্রধান কোচ হলেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার
অভিষেক নায়ার | ছবি: সংগৃহীত
0

কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে অভিষেক নায়ারকে। ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে দলটির দায়িত্বে দেখা যাবে ৪২ বছর বয়সী ভারতীয় সাবেক এ ক্রিকেটারকে।

গত মৌসুমে চন্দ্রকান্ত পন্ডিতের অধীন কোলকাতার সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নায়ার। এর আগে, গৌতম গাম্ভিরের সঙ্গে ভারত জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। 

আরও পড়ুন:

সম্প্রতি নায়ার নারী প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। জানা গেছে, আগামী মাসগুলোতে কোলকাতা নাইট রাইডার্সের কোচিং স্টাফদের মধ্যে আরও পরিবর্তন আসতে পারে। 

বোলিং পরামর্শক ভরত অরুণ ও স্পিন বোলিং পরামর্শক কার্ল ক্রো দুজনেই যোগ দিয়েছেন লাখনৌ সুপার জায়ান্টসের শিবিরে।

এসএইচ