ক্রিকেট বলের আঘাতে অস্ট্রেলিয়ান কিশোর ক্রিকেটারের মৃত্যু

নিহত কিশোর ক্রিকেটার বেন অস্টিন
নিহত কিশোর ক্রিকেটার বেন অস্টিন | ছবি: সংগৃহীত
0

ক্রিকেট বলের আঘাতে বেন অস্টিন নামের ১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার মারা গেছেন। দুদিন চিকিসাধীন অবস্থায় থাকার পর আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিবিসির খবর অনুযায়ী মঙ্গলবার (২৮ অক্টোবর) ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে। হাতে ব্যবহৃত সাইডআর্ম থ্রোয়ারের মাধ্যমে তাকে বোলিং করা হচ্ছিল। তখন হেলমেট পরা থাকলেও নেক গার্ড পড়া ছিল না এই কিশোরের।

আরও পড়ুন:

বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, গুরুতর অবস্থায় বেনকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন দুদিন। তবে আঘাত এতটাই গুরুতর যে অবস্থার কোনো উন্নতি হয়নি। 

এরপর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ কিশোর ক্রিকেটারের। এর আগে, ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে ঘাড়ে বলের আঘাতপ্রাপ্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ফিলিপ হিউজ।

এসএইচ