ঘরের মাঠে ১৭ বছর পর সিরিজ জিতলো নিউজিল্যান্ড

সিরিজ জিতলো নিউজিল্যান্ড
সিরিজ জিতলো নিউজিল্যান্ড | ছবি: সংগৃহীত
0

সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১২ বছর পর ওয়ানডে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। ঘরের মাঠে জিতলো ১৭ বছর পর।

হ্যামিলটনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিক নিউজিল্যান্ড। শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংলিশ ব্যাটাররা। মাত্র ১ রানে বেন ডাকেটকে ল্যাথামের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন ডাফি। আরেক ওপেনার জেমি স্মিথকে ১৩ রানে ক্যাচ আউট করেন ফোক্স। ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি জো রুট কিংবা জ্যাকব বেথেলরা।

আরও পড়ুন:

অধিনায়ক হ্যারি ব্রুকের ৩৪ বলে ৩৪ ও জেমি ওভারটনের ২৮ বলে ৪২ রানের কল্যাণে ১৭৫ রানের পুঁজি পায় সফরকারীরা। ৩৪ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সেরা বোলার ব্লেয়ার টিকনার।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইল ইয়ংকে শুন্য রানে হারালেও রাচি রাভিন্দ্রার ৫৮ বলে ৫৪ ও ড্যারিল মিচেলের ৫৯ বলে ৫৬ রানের কল্যাণে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। ইংলিশদের পক্ষে জফরা আর্চার ১০ ওভার বল করে ২৩ রানে নেন ৩ উইকেট।

ইএ