এইডেন মার্করাম, ডেভিড মিলার, রায়ান রিকেলটন, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের ছাড়া অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে দাপুটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। প্রথম দল হিসেবে এ মাঠে আগে ব্যাটিং করে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং সহায়ক উইকেটে একপর্যায়ে ২২০ বা ২৩০ রান করার পথে ছিলো প্রোটিয়ারা। ওপেনার রেজা হেন্ড্রিক্সের ৪০ বলে ৬০ রানের তাণ্ডবে পাওয়ার প্লেতে তাদের স্কোর ছিলো ১ উইকেটে ৭৪, প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ১১১।
আরও পড়ুন:
অস্বাস্থ্যকর পানিতে সাঁতার, শারীরিক জটিলতায় সাঁতারুরা; অব্যবস্থাপনায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স
শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানের পুঁজি পায় তারা। রান তাড়া করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয় পাকিস্তান। সর্বোচ্চ ৩৭ রান করেন সাইম আইয়ুব। ২০ বলে ৩৬ করেন নাওয়াজ। ১৪ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার বশ। ব্যাট হাতে ২২ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংসের পর, তিন ওভারে ৩১ রান ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিন্ডা।





