আইসিইউতে শ্রেয়াস আইয়ার

ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ার
ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ার | ছবি: সংগৃহীত
0

অভ্যন্তরীণ রক্তক্ষরণজনিত জটিলতায় সিডনির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।

সিডনিতে সিরিজের শেষ ম্যাচে ক্যাচ নিতে গিয়ে পাঁজরে আঘাত পান আইয়ার। প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।

এরপরেই তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণের বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা। সম্ভাব্য জটিলতা এবং সংক্রমণ হার এড়াতে তাৎক্ষণিকভাবেই আইয়ারকে আইসিইউতে নেয়া হয়।

আরও পড়ুন:

বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। ভারতের একাধিক গণমাধ্যমের ভাষ্য, দ্রুত হাসপাতালে নেয়ার সুবাদে জটিল পরিস্থিতি এড়াতে পেরেছেন শ্রেয়াশ আইয়ার। সিডনির এ হাসপাতালেই আগামী কয়েক সপ্তাহ পার করতে হবে ভারতের এ মিডল অর্ডার ব্যাটারকে।

এফএস