এর আগে, ৪ উইকেটে ৯৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তবে খুব বেশি সময় উইকেটে টিকে থাকতে পারেননি বাবর আজম। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
নয় রানের ব্যবধানে পাকিস্তানের আরও তিন উইকেট শিকার করে প্রোটিয়া বোলাররা। তবে শেষ ব্যাটার হিসেবে সালমান আঘা মাঠে নেমে ব্যাট হাতে স্কোরবোর্ডে যোগ করেন ২৪ রান।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৩৮ রানে। তাতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাড়ায় মাত্র ৬৮ রান।
আরও পড়ুন:
ছোট এ রানের সংগ্রহ তাড়ায় খুব বেশি বিপাকে পড়তে হয়নি সফররতদের। রায়ান রিকেলটন এবং অধিনায়ক এইডেন মার্করামের উদ্বোধনী জুটিতে জয়ের কাছাকাছি পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
তবে ১২ ওভারে মার্করাম ও স্টাবসের উইকেট হারালে জয় নিশ্চিতে কিছুটা সময়-ই বাড়ে। যদিও তাতে কোনো লাভ হয়নি স্বাগতিকদের।
শেষ পর্যন্ত ৮ উইকেটে জয়ে ২০০৭ সালের পর প্রথম পাকিস্তানের মাটিতে জয়োল্লাস করে দক্ষিণ আফ্রিকা।





