আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রথম ২৫ ওভারেই বিনা উইকেটে ১৭৬ রান তোলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি গড়ে ১৭৬ রান যোগ করেন এই দুই ওপেনার।
তবে আশাজাগানো শুরুটা বড় রূপ পায়নি। পরের ২৫ ওভারে পড়ে যায় ৮ উইকেট, যোগ হয় মাত্র ১২০ রান। ফলে তিনশ রানের স্বপ্নে ছেদ পড়ে।
সৌম্য সরকার ৭ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হন, আর সাইফ হাসান ৬ চার ও ৬ ছক্কায় ৮০ রান করেন। তাদের বিদায়ের পর কেউই ইনিংস বড় করতে পারেননি। নাজমুল হোসেন শান্ত দুইবার জীবন পেয়েও ৫৫ বলে ৪৪, হৃদয় করেন ৪৪ বলে ২৮ রান।
শেষ দিকে নুরুল হাসান সোহান (৮ বলে ১৬*) ও মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) মিলে অষ্টম উইকেটে ২৪ বলে ৩৫ রান যোগ করেন।
আরও পড়ুন:
পুরো ইনিংসে বাংলাদেশ মেরেছে ১৪টি ছক্কা, যা তাদের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের (১৪টি, জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে) সমান। সাইফ মারেন ৬টি, সৌম্য ৪টি, শান্ত ৩টি এবং সোহান ১টি ছক্কা।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন স্পিনার আকিল হোসেন (১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট)। এছাড়া মোতি, চেজ ও আথানেজ পেয়েছেন একটি করে উইকেট।
ফিল্ডিংয়ে কিছুটা ঢিলেমি ছিল ক্যারিবীয়দের; তারা ছেড়ে দেয় মোট ৬টি ক্যাচ।
বাংলাদেশের ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ২৯৭ রান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮
(সাইফ ৮০, সৌম্য ৯১, শান্ত ৪৪, হৃদয় ২৮, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেজ ৮-১-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)





