দারুণ খেলেও সেঞ্চুরি মিস সৌম্য-সাইফের, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সৌম্য সরকার ও সাইফ হাসান
সৌম্য সরকার ও সাইফ হাসান | ছবি: এএফপি
0

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় রানের পথে এগোচ্ছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ২৬তম ওভারে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের ক্যাচ হন সাইফ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে ফিরেছেন তিনি।

এরপর ২৯তম ওভারের প্রথম বলেই আকিল হোসেনের লোপ্পা ডেলিভারিতে মিডউইকেটে অগাস্তের হাতে ক্যাচ দেন সৌম্য। সেঞ্চুরি থেকে মাত্র ৯ রানের দূরত্বে থেমে যায় তার ইনিংস। ৮৬ বলে ৪ ছক্কায় ৯১ রান করেন তিনি।

বাংলাদেশের প্রথম উইকেট পড়ে ১৭৬ রানে, দ্বিতীয়টি ১৮১ রানে। বর্তমানে ক্রিজে আছেন তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুন:

সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারায় বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সমতায় ফেরে ক্যারিবীয়রা। উভয় দল আজ দ্বিতীয় ওয়ানডের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, খারি পাইরি, আকিল হোসেন ও আকিম অগাস্তে।

এসএস