লাহোর টেস্টের প্রথম দিন শেষে বড় সংগ্রহের পথে পাকিস্তান

পাকিস্তানি দুই ব্যাটসম্যান
পাকিস্তানি দুই ব্যাটসম্যান | ছবি: সংগৃহীত
0

লাহোর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থায় পাকিস্তান। চার ব্যাটারের ফিফটিতে ৫ উইকেটে ৩১৩ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান।

এরপর ১৬১ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেন ইমাম উল হক ও শান মাসুদ। সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ইমাম, করেন ৯৩ রান। মাসুদ ফেরেন ৭৬ রানে।

আরও পড়ুন:

অল্প সময়ের ব্যবধানে বাবর ও সৌদ শাকিল ফিরলে দুই উইকেটে ১৯৯ থেকে পাঁচ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে দিনের বাকি সময় লড়াই করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা, রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত আছেন।

ইএ