গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান।
এরপর ১৬১ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেন ইমাম উল হক ও শান মাসুদ। সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন ইমাম, করেন ৯৩ রান। মাসুদ ফেরেন ৭৬ রানে।
আরও পড়ুন:
অল্প সময়ের ব্যবধানে বাবর ও সৌদ শাকিল ফিরলে দুই উইকেটে ১৯৯ থেকে পাঁচ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় পাকিস্তান। স্বাগতিকদের হয়ে দিনের বাকি সময় লড়াই করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা। দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা, রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে অপরাজিত আছেন।





