ম্যাচে আচরণবিধি লঙ্ঘনে ননকুলুলেকো ম্লাবাকে শাস্তি

প্রোটিয়া বোলার ননকুলুলেকো ম্লাবা
প্রোটিয়া বোলার ননকুলুলেকো ম্লাবা | ছবি: সংগৃহীত
0

নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো ম্লাবা। একটি ডিমেরিট পয়েন্টসহ ম্লাবাকে তিরস্কার করেছে আইসিসি। গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতের বিপক্ষে ম্যাচে এ ঘটনাটি ঘটে।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৭ তম ওভারে। প্রোটিয়া বোলার ম্লাবার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ভারতের টপ অর্ডার ব্যাটার হারলেন দেওল। ওই সময় ম্লাবা যে ধরণের ভাষা এবং অঙ্গভঙ্গি করেছেন সেটি আইসিসির ২.৫ ধারা লঙ্ঘন করেছে। ম্যাচ শেষে মাঠের আম্পায়াররা ম্যাচ রেফারি ট্রুডি অ্যান্ডারসনের কাছে অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

পরে ম্লবা অপরাধ স্বীকার করে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বৃহস্পতিবারের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ৩ উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আট দলের আসরে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

ইএ