এশিয়ান কাপ বাছাই: হংকং পৌঁছেছেন হামজা-শমিতরা

হামজা চৌধুরী, শমিত সোম
হামজা চৌধুরী, শমিত সোম | ছবি: সংগৃহীত
0

দেশের মাটিতে হংকং চায়নাকে রুখে দেয়ার সুযোগ ছিল বাংলাদেশের। ৭ গোলের থ্রিলারের ম্যাচে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হারকে সঙ্গী করে এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগ খেলতে হংকং পৌঁছেছে হামজা-শমিতরা।

ঘরের মাঠে খেলা শেষে একদিনও সময় পায়নি বাংলাদেশ ফুটবল দল। পরদিনই দেশ ছাড়েন হামজা-জামালরা।

গতকাল (শুক্রবার, ১০ অক্টোবর) রাতে হংকংয়ের মাটিতে পা রাখেন তারা। আগামী দুই দিন অনুশীলন সেরে মঙ্গলবার (১৪ অক্টোবর) স্বাগতিকদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে লাল-সবুজদের প্রতিনিধিরা। কাই টাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।

আরও পড়ুন:

৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। কাগজে কলমে মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হংকং চায়নার বিপক্ষে জয়ের বিকল্প নেই হাভিয়ের ক্যাবরের দলের।

ইএ