নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করেও ৪ উইকেটের হার।
আরও পড়ুন:
আত্মবিশ্বাস ধরে রেখেই এবার শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। সুজি বেটস, সোফি ডিভাইনদের বিপক্ষে আরও একবার নিজেদের বোলিং সক্ষমতার ওপর নির্ভর করবে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ দলের জন্য স্বস্তি এই ম্যাচে তারা পাবে তারকা পেসার মারুফা আক্তারকে। সবশেষ ম্যাচ ক্র্যাম্পের জন্য শেষ করতে না পারলেও নিউজিল্যান্ড ম্যাচে থাকছেন এ পেসার।





