শেষ ম্যাচ জয়ে চ্যাপেল-হ্যাডলি সিরিজ অস্ট্রেলিয়ার

চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার জয়
চ্যাপেল-হ্যাডলি সিরিজে অস্ট্রেলিয়ার জয় | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

মাউন্ট মঙ্গানুইয়ে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে ২-০ ব্যবধানে চ্যাপেল-হ্যাডলি সিরিজ জিতল অজিরা।

এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ওপেনার টিম সেইফার্ট করেন দলীয় সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া ব্রেসওয়েলের ২৬ ও নিশামের ২৫ রানের সুবাদে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে কিউইরা। 

জবাবে অস্ট্রেলিয়াও শুরু থেকেই উইকেট হারিয়েছে। তবে এক প্রান্তে অবিচল ছিলেন মিচেল মার্শ। মূলত তার সেঞ্চুরিতেই জয়ের পথে থাকে অজিরা।

আরও পড়ুন:

শেষ পর্যন্ত ৫২ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আসে মিচেল ওয়েনের ব্যাট থেকে। নিশাম ৪ উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।

সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে অস্ট্রেলিয়ার দুই জয়ে সিরিজ শেষ হয় ২-০ ব্যবধানে।

এসএইচ