রাজনীতির মারপ্যাঁচে বিসিবি নির্বাচনের রং বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কর্তাদের কথার লড়াইয়ে এর প্রমাণও মিলেছে পরদে পরদে।
শুরু থেকে তুমুল আগ্রহ আর উচ্ছ্বাস নিয়ে মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে ফিক্সিংয়ের অভিযোগ এনে শেষ পর্যন্ত লড়াইয়ের ময়দান থেকে সরে গেছেন হেভিওয়েট প্রার্থী তামিম ইকবাল। তবে তামিমের আনা ফিক্সিংয়ের অভিযোগের পর তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাবেক পরিচালক খন্দকার জামিল।
বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল বলেন, ‘যে মর্যাদা তিনি তৈরি করেছিলেন সে মর্যাদা নিয়েই তার ইলেকশন করা উচিত ছিলো। তার সমঝোতার বিষয়টি আমি ভালোভাবে নিতে পারিনি।’
আরও পড়ুন:
এদিকে দেশসেরা ওপেনার খ্যাত তামিম ইকবালের নির্বাচন করা নিয়ে তাড়াহুড়োয় কাল হয়েছে বলে মনে করেন সাবেক পরিচালক। তবে তামিমকে নিয়ে ভিন্নমত বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের।
খন্দকার জামিল আরও বলেন, ‘আমি মনে করি সে অপরিপক্বতার পরিচয় দিয়েছে। সে যদি নিজেকে তৈরি করে নিয়ে তারপর ক্রিকেট বোর্ডে আসত তাহলে সে সেরা সভাপতি হতে পারতো।’
বিসিবি নির্বাচন প্রার্থী শাহরিয়ার তানিম বলেন, ‘যারা যারা সরে এসেছেন তাদের মধ্যে অনেকেই যোগ্য ছিলো। কোনো পার্সোনাল কারণ থাকতেই পারে। সবাই অনেকভাবে চেষ্টা করেছেন সিদ্ধান্ত থেকে সরে নিয়ে আসার জন্য। কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিলেন।’
নির্বাচনের লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেও শেষ পর্যন্ত কাউন্সিলর হিসেবে নির্বাচনের মাঠে তামিমকে দেখার অপেক্ষায় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা।





