নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামছে টিম বাংলাদেশ। বাছাইপর্বে পাঁচ ম্যাচে তিনটিতে জিতে বিশ্বকাপে জায়গা পাকা করে নিগার সুলতানা জ্যোতির দল।
আবারও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গেলো বিশ্বকাপের পর বাংলাদেশ দলের উল্লেখযোগ্য সাফল্য শক্তিশালী ভারতের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়। ২০২৫ সালে আট ম্যাচ খেলে বাংলাদেশের জয় চারটিতে, হারও চার ম্যাচে। তবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ পাঁচ দেখায় তিন জয় পেয়েছে টাইগ্রেসরা। এরমাঝে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ম্যাচে সুপার ওভারে জয়।
২৩ সেপ্টেম্বর কলম্বোতে পৌঁছে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফাহিমা-রাবেয়ারা। প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী নিগার সুলতানা জোত্যির দল।
স্পিনার রাবেয়া খান বলেন, ‘ওয়েদারসহ আমাদের সবকিছু ভালোভাবে গেছে। আমাদের বাংলাদেশের সঙ্গে এখানকার ওয়েদারের খুব বেশি পার্থক্য নেই। সেজন্য আমরা খুব ভালোভাবেই অনুশীলন, আবহাওয়া মানিয়ে নিয়েছি। আশা করি আমরা ভালোভাবে ম্যাচটা জয় করতে পারবো, ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। চলতি বছর আট ম্যাচে শারমিন করেছেন ৩৫৬ রান ও অধিনায়ক নিগারের ব্যাট থেকে চার ফিফটিতে এসেছে ৩৩৪ রান। অন্যদিকে সাত ম্যাচে ফাহিমা খাতুন ১০ উইকেট নিলেও বোলিংয়ে ছন্দে নেই বাকিরা । তবে বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী স্পিনার রাবেয়া খান।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই শেষ ম্যাচ জিতেছি, সবকিছু শেষ করতে পেরেছি। সবাই সবার রোলটা খুব সুন্দরভাবে পালন করেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিক থেকেই ভালো হয়েছে।’
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।





