আজ (মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান অধিনায়ক লিটন। ফেসবুক পোস্টে সমর্থকদের উদ্দেশ্যে তিনি লেখেন, এশিয়া কাপে দল নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। এ নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চান লিটন দাস।
আরও পড়ুন:
নিজের খেলা নিয়েও এ ব্যাটার লেখেন সুপার ফোরে ভারত এবং পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে খেলতে না পারা ভীষণ কষ্টকর। লিটন আরও যোগ করেন আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও তিনি থাকতে পারবেন না। যে যন্ত্রণা অনেকদিন তাকে তাড়িয়ে বেড়াবে বলে পোস্টে উল্লেখ করেন লিটন দাস।





