আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) ফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ ম্যাচ কেবল ক্রিকেটের ২২ গজের লড়াই নয়, এর বাইরে রাজনৈতিক উত্তেজনারও। সে কারণেই গত দুই দেখায় দু’দল ম্যাচ শেষে হাত মেলাননি পর্যন্ত, পাকিস্তান দিয়েছিল টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয়ার হুমকি। যদিও পরে আইসিসির মধ্যস্থতায় সেরকম কিছু হয়নি। তবে এসব নিয়ে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনাও ছিল তুঙ্গে।
এরকম উত্তেজনাকর পরিস্থিতি মাথায় নিয়েই দু’দল আজ মাঠে খেলতে নেমেছিল। উভয় দলই ম্যাচ জয়ের জন্য ছিল মরিয়া, ম্যাচে তার ছাপ মিলেছে, ম্যাচ গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। তবে শেষ হাসিটা এবারও ভারতই হেসেছে।
এ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভালো শুরু পায় পাকিস্তান। প্রথম উইকেটে ৮৪ রানের পার্টনারশিপ গড়েন সাহিবজাদা ফারহান ও ফাখার জামান। তবে এরপরেই পাকিস্তানের ব্যাটিং ইনিংসে ধস নামে। ভারতীয় বোলারদের সামনে যেন দাঁড়াতেই পারলো না পাকিস্তানের বাকি ব্যাটাররা।
আরও পড়ুন:
দুই ওপেনার ফারহান ও জামান তোলেন যথাক্রমে ৫৭ ও ৪৬ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেছেন কেবল তিনে ব্যাট করতে নামা সাইম আয়ুব, করেন ১৪ রান। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন কুলদিপ যাদভ। আক্সার, ভারুন ও বুমরাহ নেন দুটি করে উইকেট। এতেই ইনিংসের ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান, সংগ্রহ দাঁড়ায় ১৪৬ রান।
জবাবে ভারত ব্যাট করতে নেমে প্রথম ৪ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে চাপ সামলে ৪র্থ উইকেটের পার্টনারশিপে ৫৭ রান তোলেন তিলাক ভার্মা ও সানজু স্যামসন। এরপর ব্যক্তিগত ২৪ রানে সানজু ফিরে গেলে ফের ৫ম উইকেটে তিলাক ভার্মা ৬০ রানের জুটি বাঁধেন শিভাম দুবের সঙ্গে। এতেই ভারতের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৬৯ রান তোলেন তিলাক ভার্মা। সানজু ও দুবে করেন যথাক্রমে ২৪ ও ৩৩ রান।
তবে শেষ দিকে পাকিস্তান শক্ত বোলিংয়ে কিছুটা চাপ প্রয়োগের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। ২ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ফাহিম আশরাফ।





