প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন অশ্বিন

সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন অশ্বিন
সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন অশ্বিন | ছবি: সংগৃহীত
0

ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অস্ট্রেলিয়ান ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেছেন। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে খেলতে চলেছেন তিনি।

যদিও ভারতীয় নারী ক্রিকেটাররা আগে থেকেই বিগ ব্যাশে অংশ নিচ্ছেন। তবে ভারতীয় ক্রিকেটের নিয়মানুযায়ী কোনো পুরুষ ক্রিকেটার বিদেশি লিগে খেলতে পারেননি।

আরও পড়ুন:

ক্রিকেটের সব ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। সদ্য আইপিএল থেকেও অবসর নেয়ায়, এখন আর তার জন্য বিদেশি লিগে খেলতে কোনো বাধা নেই। 

এরই মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে আগামী ইন্টারন্যাশনাল লিগ (আইএল) টি-টোয়েন্টির নিলামে নাম তুলেছেন অশ্বিন। যদি তিনি এ লিগে দল পান, তাহলে বিগ ব্যাশের প্রথম তিন সপ্তাহ খেলতে পারবেন না।

এসএইচ