এশিয়া কাপে সুপার ফোরে অঘোষিত সেমি ফাইনালের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২৪ ঘণ্টারও কম ব্যবধানে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে টাইগাররা।
ফাইনালে উঠার লড়াইয়ে সুপার ফোরে মুখোমুখি হবে দুই দল। পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে কিছুটা এগিয়ে টাইগাররা। মুখোমুখি ২৫ বারের দেখায় পাকিস্তানের জয় ২০টিতে আর বাংলাদেশের জয় ৫টিতে। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলবে বাংলাদেশ এমনটাই বিশ্বাস জাকের আলীর। ভারতের বিপক্ষে ইনজুরির কারণে লিটন দাস খেলতে না পারলেও পাকিস্তান ম্যাচের আগ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
এবারের এশিয়া কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় গ্রুপ সেরা হিসেবে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। সুপার ফোরে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারলেও শ্রীলঙ্কাকে হারায় তারা। অপরদিকে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারলেও সুপার ফোরে লংকানদের হারিয়ে পাকিস্তানের সমবস্থানে টাইগাররা। বুধবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে হেরে যাওয়ায় এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে কার্যত সেমিফাইনালে।
ম্যাচ জিততে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই। পাকিস্তানের বিপক্ষে ব্যাটারদের থেকে রান চান অধিনায়ক জাকের।
আরও পড়ুন:
অধিনায়ক জাকের আলী বলেন, ‘এ টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। ম্যাচ জিততে হলে আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। হোপলেস হওয়ার কিছু নেই। ওদের জন্য যা আমাদের জন্যও তা। আমরা চেষ্টা করবো এবং জেতার জন্য নামবো।’
পরিসংখ্যান বিবেচনায় পাকিস্তান এগিয়ে থাকলেও সাম্প্রতিক হিসাবে কিছুটা এগিয়ে টাইগাররা। মুখোমুখি ২৫ বারের দেখায় পাকিস্তানের জয় ২০টিতে আর বাংলাদেশের জয় ৫টিতে। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা। লক্ষ্য সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানো।
জাকের আলী বলেন, ‘কে ভালো খেলছে কে খারাপ খেলছে এগুলো আসলে দেখা উচিতই না। ওদের সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের ভালো খেলতে হবে ম্যাচ জিততে হলে। আমরা সবগুলো ডিপার্টমেন্টে ওইরকম খেলার চেষ্টা করবো।’
বাংলাদেশ-পাকিস্তান দুই দলের জন্যই ডু অর ডাই ম্যাচ। এ ম্যাচ দিয়ে দলে ফেরার সম্ভাবনা লিটন ও তাসকিনের। জিতলেই ফাইনাল এমন সমীকরণে বেশ আত্মবিশ্বাসী জাকের আলী।
জাকের আলী বলেন, ‘আমরা যখন শ্রীলঙ্কার সঙ্গে হারলাম, তখনও বলেছি আমরা জেতার জন্য এসেছি। ওদের জন্য যা আমাদের জন্যও তা। আমরা সে সাহস নিয়েই খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো।’
দুবাইয়ের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ জয়ী দল হবে ২৮ সেপ্টেম্বরে ভারতের ফাইনালের সঙ্গী।





