হংকং ম্যাচে সার্ভার ক্র্যাশ করলে ১০ লাখ টাকা জরিমানার হুঁশিয়ারি

কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল
কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচের মতো হংকংয়ের বিপক্ষে ম্যাচে সার্ভার ক্র্যাশ করলে টিকিটিং প্রতিষ্ঠান কুইকেটকে ১০ লাখ টাকা জরিমানা করবে বাফুফে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এদিকে গেলবারের থেকে আসন্ন ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনে ইভেন্ট ম্যানেজম্যান্টকে দায়িত্ব দেয়ার পরিকল্পনা করছে ফেডারেশন।

তিন মাস আগে ঘরের মাটিতে ফুটবলের নব জাগরণ। এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে হামজা-শমিত সোমদের অন্তর্ভুক্তিতে ভক্ত-সমর্থকদের বাঁধভাঙা উল্লাস। তবে যতটা না উন্মাদনা আর উল্লাস ছিল ম্যাচ ঘিরে তার থেকে বেশি সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে আয়োজক বাফুফেকে। টিকিটিং পার্টনারের সার্ভার ক্রাশ থেকে গ্যালারির বিতর্ক বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পেয়েছে ফেডারেশনের অক্ষমতা।

তবে কয়েক মাস পর ঘুরে আসা একই টুর্নামেন্টের ভিন্ন ম্যাচ ঘিরে বেশ সতর্ক অবস্থানে বাফুফের কম্পিটিশন কমিটি। ৯ অক্টোবর বাংলাদেশ-হংকংয়ের ম্যাচ উপভোগ করতে ৪০০ টাকায় টিকিট মিলবে ২৮ সেপ্টেম্বরই। তবে এবার টিকিটিং পার্টনার কুইকেট এর কোনো ব্যর্থতায় জরিমানা গুণতে হবে বিশাল অঙ্কের।

আরও পড়ুন:

বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘আমাদের যে টেকনিক পার্টনার এবার আছে তাদের আমরা এরইমধ্যে একটা পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি। উনারা যদি ফেইল করে কোনো কারণে, এ সিস্টেম যদি ট্র্যাশ করে তাহলে আমাদের ১০ লাখ জরিমানা বাফুফে দেবে।’

এছাড়া গেল বার অবিশ্বাস্য দর্শকদের উন্মাদনায় ভরপুর ছিল গ্যালারি। তবে সেভাবে নিজেদের কাঙ্ক্ষিত লাভের অঙ্ক গুছাতে পারেনি বাফুফে। এবার সেই জটিলতা থেকে বের হতে ইভেন্ট ম্যানেজম্যান্টকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার পরিকল্পনা বাফুফের।

তাজওয়ার আউয়াল বলেন, ‘আগের খেলায় ট্রাইপারটেগমেন্ট না হওয়াতে আমাদের কানেকশনটা উইথ স্পন্সেস হয়নি। আমাদের স্পন্সরদের সঙ্গে যোগাযোগটা কম ছিলো। এখন একটা কানেকশন হয়েছে যেটা দীর্ঘদিন থাকতে পারে বাফুফের সঙ্গে।’

এদিকে নিরাপত্তা বিষয়টিও মাথায় রেখে গেলবারের মতো সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বাফুফে কম্পিটিশন কমিটি।

ইএ