গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবগুলোতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে উঠে শ্রীলঙ্কা। কিন্তু সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা।
বাংলাদেশের কাছে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না তারা।
গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেই হোঁচট খায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দী ভারতের কাছে ৬ উইকেটে হারে তারা।
ভারতের কাছে হারের তিক্ত স্মৃতি ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেতার বিকল্প নেই সালমান আলি আঘাদের। যদিও চিরপ্রতিদ্বন্দীদের কাছে টানা দুই হারে অনেকটা পিছিয়ে তারা।
আরও পড়ুন:
২০২২ সালের এশিয়া কাপের পর আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে পাকিস্তানের জয় ১৩টিতে আর শ্রীলঙ্কা জিতেছে ১০ ম্যাচে।
সবশেষ ৫ দেখায় সবকটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে দুই দলের ৭ বারের মোকাবেলায় পাকিস্তান জিতেছে ৪ বার আর ৩ বার লংকানরা।
২০২২ সালে টি-টোয়েন্টি এশিয়া কাপে দু'বার দেখা হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার। দু'বারই জয় পেয়েছে লঙ্কানরা। সুপার ফোরে ৫ উইকেটে এবং ফাইনালে ২৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা।
ভারতের সঙ্গে হারলেও একই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে পঞ্চম বোলারের অভাববোধ করা শ্রীলঙ্কা বোলিং শক্তি বাড়াতে দলে নিতে পারেন মাহেশ থিকশানাকে।




