এছাড়া টানা তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন বার্সেলোনার নারী ফুটবলার আইতানা বোনমাতি।
প্যারিসের শাটল থিয়েটারে আলো ঝলমলে মঞ্চে সোমবার রাতে ইতিহাস গড়লেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
এক সময় যাকে বলা হতো উচ্ছৃঙ্খল, প্রতিভার ভারে ক্লান্ত— সোশাল মিডিয়ার নানা ট্রল, ব্যর্থতাকে পেছনে ফেলে সেই উসমান দেম্বেলে এখন বিশ্বসেরা। বার্সার তরুণ তুর্কি লামিনে ইয়ামালকে হারিয়ে নতুন মহাকাব্য রচনা করলেন তিনি।
গেলো মৌসুমে রূপকথার মতো সময় পার করেছেন দেম্বেলে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়ার পর একাই ক্লাবকে টেনে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
নেতৃত্বের ভার কাঁধে তুলে নিয়ে একে একে দল কে জিতিয়েছেন লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, সুপার কাপ আর চরম আকাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
আরও পড়ুন:
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার অন্যতম কারিগর তিনি। পুরো মৌসুমে ৩৪ গোলের পাশাপাশি করেছেন ১৪টি অ্যাসিস্ট। ২১ শতকে করিম বেনজেমার পর দ্বিতীয় ফরাসী ফুটবলার হিসেবে জিতলেন এ খেতাব।
এবারে দেম্বেলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। ব্যালন ডি’অর খেতাব না জিতলেও ইয়ামাল টানা দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছেন অনূর্ধ্ব-২১ সেরা খেলোয়াড়ের পুরস্কার কোপা ট্রফি।
টানা তৃতীয়বারের মতো সেরা নারী ফুটবলার হিসেবে এ খেতাব জিতে নিয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি লা লিগা, সুপার কোপা ও কোপা ডেলরের পাশাপাশি জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
ফরাসি জায়ান্ট পিএসজিকে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট এনে দেয়া স্প্যানিশ কোচ লুইস এনরিকে জিতেছেন মর্যাদাপূর্ণ ইয়োহান ক্রুইফ এওয়ার্ড। পেছনে ফেলেছেন নাপোলি কোচ আন্তোনিও কন্তে, বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও লিভারপুল কোচ আর্নে স্লটকে।
ফুটবল বিশ্বের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন ইতালিয়ান অধিনায়ক জিয়ানলুইজি ডোনারুম্মা। পিএসজির হয়ে গেলো মৌসুমে ৫টি শিরোপা জিতেছেন তিনি।
লুইস এনরিকের দলের সাফল্যের অন্যতম কারিগর ডোনারুম্মা। দ্বিতীয়বার লেভ ইয়াসিন ট্রফি জিতে আর্জেন্টাইন তারকা গোলকিপার এমি মার্টিনেজের পাশে যোগ হলো তার নাম।




