প্রভিডেন্স স্টেডিয়ামে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কুইন্টন স্যাম্পসনের উইকেট হারায় গায়ানা। এরপর অধিনায়ক শাই হোপ আর বেন ম্যাকডরমেটের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করে গায়ানা।
কিন্তু দলীয় ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় শাই ওয়ারিয়র্সরা। নেত্রভালকারের বলে আউট হওয়ার আগে ১৭ বলে ২৮ রান করেন ম্যাকডরমেট।
আরও পড়ুন:
অধিনায়ক শাই হোপও দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ইফতিখার আহমেদের ৩০ আর প্রিটোরিয়াসের ২৫ রানে ভর করে ১৩০ তোলে গায়ানা।
জবাবে ব্যাট করেত নেমে কলিন মুনরো আর অ্যালেক্স হেলসের ব্যাটে দুরন্ত সূচনা পায় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪০ রানের মধ্যে উদ্বোধনী দুই ব্যাটার ফিরে গেলেও সুনীল নারীন-পোলার্ডদের ব্যাটে দুই ওভার বাকি থাকতেই সহজ জয় তুলে নেয় রাইডার্সরা।





