লা লিগায় জয় পেলো বার্সা, সিরিআ’তে ইন্টার

বার্সেলোনা ও ইন্টার মিলানের জয়
বার্সেলোনা ও ইন্টার মিলানের জয় | ছবি: সংগৃহীত
0

লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা, হেতাফেকে হারিয়েছে ৩-০ গোলে। অন্যদিকে ইতালিয়ান সিরিআয় সাসৌলোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ম্যাচের ১৫ মিনিটেই তার ফল পায় কাতালানরা। দানি ওলমোর পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। 

৩৪ মিনিটেই নিজের জোড়া গোল আদায় করে নেয়ার পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন:

৬২ মিনিটে স্কোরশিটে নাম তোলেন দানি ওলমো। এতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো হ্যান্সি ফ্লিকের দল।

এদিকে গুইসেপ্পে মেয়াজ্জায় সাসৌলোর বিপক্ষে দিমাক্রোর গোলে ১৪ মিনিটেই লিড নেয় ইন্টার মিলান। ম্যাচের ৮১ মিনিটে মুহারেমোভিচের গোলে দ্বিগুণ হয় ব্যবধান। 

তবে মিনিট তিনেক পর সাসৌলো একটি গোল শোধ করলে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে সক্ষম হয় ইন্টার মিলান।

এসএইচ