বাংলাদেশ এখনো টি-টোয়েন্টিতে বড় দল হয়ে উঠতে পারেনি: মিঠুন

বাংলাদেশি ক্রিকেটার মিঠুন
বাংলাদেশি ক্রিকেটার মিঠুন | ছবি: এখন টিভি
0

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ এখনো টি-টোয়েন্টিতে বড় দল হয়ে উঠতে পারেনি। এমনটাই মনে করেন ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ ইমন কেন অন্যদের চেয়ে আলাদা সেই ব্যাখ্যাও দিয়েছেন এ ক্রিকেটার।

ক্রিকেটার মিঠুন বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের যে ঘাটতিটা আছে পাওয়ার ক্রিকেটে, সেটা ও (ইমন) খেলতে পারে। আপনি যদি ওর শটগুলো দেখেন, অন্যদের থেকে ওর শটসগুলো অন্যরকম।’

তিনি আরো বলেন, ‘যখন টি-টোয়েন্টি শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম, এখনো পিছিয়েই আছি। আমরা কিন্তু এই ফরম্যাটে সেভাবে কখনোই মানিয়ে নিতে পারিনি। কিছু কিছু ব্যক্তিগত পারফরম্যান্স হচ্ছে, কিন্তু দলগতভাবে আমাদের যে জায়গায় থাকার কথা, সে জায়গায় আমরা নেই।’

এসএইচ