গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিচার শুরু ২৩ ডিসেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
0

আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর দিন হিসেবে ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। এ দিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি শুরু করেন তাদের আইনজীবীরা। শুনানিতে সেনা কর্মকর্তাদের আইনজীবী ও প্রসিকিউশনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এদিকে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায়, সেনা কর্মকর্তা রেদোয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও দুই কর্মতাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২৪ ডিসেম্বর ধার্য করেন আদালত।

আরও পড়ুন:

এ মামলায় রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম গ্রেপ্তার আছেন। এ দুই মামলায় গ্রেপ্তার ১২ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এছাড়া শতাধিক গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও, কারাগারে আদেশ না পৌঁছায় তাকে হাজির করতে পারেনি কারা অধিদপ্তর। এসময় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করেন।

পরে তাকে ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

এসএইচ